আদর্শ রক্তচাপ কি?
রক্তপ্রবাহের সময় ধমনিগাত্রে যদি রক্তের সিস্টোলিক চাপ এর মান ১২০ বা এরকিছু নিচে এবং ডায়াস্টোলিক চাপ এর মান ৮০ বা এর নিচে হয় তাহলে তাকে বলা হয় আদর্শ রক্তচাপ।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কারও ব্লাড প্রেশার রিডিং যদি ১৪০/৯০ বা এর চেয়েও বেশি হয়, তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। অন্যদিকে রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে, তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।