রক্তকণিকার জন্ম কোথায়?

রক্তকণিকার জন্ম কোথায়?

রক্তকণিকার জন্ম প্রধানত হাড়ের লাল অস্থি মজ্জায়।
দুই ধরনের অস্থি মজ্জা- লাল অস্থি মজ্জা,যা রক্ত উৎপন্নকারি টিস্যু এবং হলুদ অস্থি মজ্জা,যা ফ্যাট কোষ দিয়ে গঠিত। লাল মজ্জা থেকে লোহিত রক্তকণিকা,অণুচক্রিকা এবং অধিকাংশ শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। জন্মের সময় সকল অস্থি মজ্জা লাল থাকে। বয়সের সাথে সাথে অধিকাংশ ফ্যাটের সাথে মিশ্রিত হয়ে হলুদ অস্থি মজ্জায় রূপান্তরিত হয়।

Similar Posts