ল্যাবরেটরি কিট কি?
ল্যাবরেটরি কিট কি?
ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষণ সম্পন্ন করার জন্য এবং যথাযথভাবে পর্যবেক্ষণে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ল্যাবরেটরি সামগ্রী ব্যবহার করা হয় (গ্লাস সামগ্রী, বার্নার ইত্যাদি) তাদেরকে এককথায় ল্যাবরেটরি কিট বলে।
ল্যাবরেটরি কিট কি?
ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষণ সম্পন্ন করার জন্য এবং যথাযথভাবে পর্যবেক্ষণে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ল্যাবরেটরি সামগ্রী ব্যবহার করা হয় (গ্লাস সামগ্রী, বার্নার ইত্যাদি) তাদেরকে এককথায় ল্যাবরেটরি কিট বলে।
আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত যেসব গ্যাসকে আমরা বাস্তবে দেখে থাকি অর্থাৎ প্রকৃতিতে বাস্তব পরিবেশে বিরাজিত গ্যাস H2, O2, N2, CO2, HCl প্রভৃতি বাস্তব গ্যাস সচরাচর আদর্শ আচরণ প্রদর্শন করে না। আদর্শ আচরণ প্রদর্শনের জন্য গ্যাসের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যথা – ১. আন্তঃকণা আকর্ষণ বলঃ আদর্শ অবস্থায় গ্যাস অণুসমূহের মধ্যে আন্তর্জাতিক আকর্ষণ বল ন্যূনতম অর্থাৎ প্রায় থাকে…
সমাণু কি? একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমাণু বলে।
নির্দেশক কি? যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে সে সকল পদার্থকে নির্দেশক বলে।
বর্ণালি বলতে কি বুঝ? সূর্য থেকে নির্গত সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্যে প্রবেশ করানো হলে তা বিচ্ছুরিত হয়ে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের যে সাতটি রঙের সৃষ্টি করে তার সমাহারকে বর্ণালি বলে।
যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন- Na এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ- Na(11)=1s22s22p63s1
পাউলির বর্জন নীতিটি লিখ। দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না।