আয়তনমাত্রিক পরিমাপক কি?
আয়তনমাত্রিক পরিমাপক কি?
যে যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় তাকে আয়তনমাত্রিক পরিমাপক বলে।
আয়তনমাত্রিক পরিমাপক কি?
যে যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় তাকে আয়তনমাত্রিক পরিমাপক বলে।
ইলেকট্রোপ্লেটিং কি? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ সৃষ্টি করাই হলো ইলেকট্রোপ্লেটিং।
যৌজ্যতা ইলেকট্রন (Valence Electrons) কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। যেমনঃ পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 1টি ও 6টি করে ইলেকট্রন বিদ্যমান। সুতরাং K এর যোজ্যতা ইলেকট্রন 1টি এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। নিচের তালিকায় কিছু মৌলের ইলেকট্রন…
ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রীকে কেন পরিষ্কার করে রাখা হয়? পরীক্ষাগারে গ্লাস সামগ্রীকে পরিষ্কার রাখার কারণগুলো হলো – ১) অপরিষ্কার পাত্রে বিক্রিয়া ঘটালে / অপরিষ্কার পাত্র নিয়ে কাজ করলে পরীক্ষার ফলাফল সঠিক পাওয়া যায় না। ২) অনেক কাচপাত্র মূল্যাবান যেগুলো পরিষ্কার না করলে নষ্ট হয়ে যেতে পারে।
প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম নিম্নরূপ- পদার্থবিজ্ঞান (Physics) রসায়ন (Chemistry) উদ্ভিদবিদ্যা (Botany) প্রাণিবিদ্যা (Zoology) অণুজীববিজ্ঞান (Microbiology) জ্যোতির্বিজ্ঞান (Astronomy) মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) ইত্যাদি।
মেসো যৌগ : একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অনুর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের অ-উপরিস্তাপনীয় দর্পণ বিম্ব হলে যৌগটি আলোক নিস্ক্রিয় হয়, একে মেসো যৌগ বলে। এদের গঠনে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটি আলোক নিস্ক্রিয় কারন এর অনুতে একটি প্রতিসাম্য তল বর্তমান। প্রথম অর্ধাংশ আলোর তলকে যে পরিমান ঘুরায়, ২য় অর্ধাংশ আলোর তলকে বিপরীত দিকে ঠিক…
পোলারিটি কাকে বলে? যে সকল সমযোজী যৌগের অণুতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয়, তাদেরকে পোলার যৌগ বলে। পোলার যৌগের এই বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। যেমন – পানি, অ্যালকোহল, হাইড্রোজেন ক্লোরাইড, এসিড ইত্যাদি পোলার যৌগ।