যোজনী বা যোজ্যতা কি?

যোজনী বা যোজ্যতা কি?

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজ্যতা বা যোজনী বলে।
ধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এবং অধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যা মৌলের যোজ্যতা নির্দেশ করে।
  • একটি মৌলের পরমাণুর অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে।
  • কোনো মৌলের একটি পরমাণুর হাইড্রোজেন বা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয় অথবা কোনো যৌগ যত সংখ্যক প্রতিস্থাপত করতে পারে সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলা হয়।