যৌগমূলক কি?
যৌগমূলক কি?
যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে।
যৌগমূলক কি?
যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে।
স্থূল সংকেত কি? যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যে সংকেত দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6 হলে স্থূল সংকেত CH
ক্ষারক কাকে বলে? ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।
কোক কি? কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কোক বলে।
আম পেকে হলুদ বর্ণ ধারণ করে কারণ আমের মধ্যে জীব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণ ধারী একপ্রকার নতুন যৌগের সৃষ্টি হয়। তাই আম পেকে হলুদ বর্ণ ধারণ করে।
সেমি মাইক্রো বিশ্লেষণ কি? যে অজৈব গুণগত বিশ্লেষণে পরীক্ষণীয় নমুনা পদার্থের 0.05 g থেকে 0.2 g ব্যবহার করা হয় এবং দ্রবণের পরিমাণ 2 – 4 ml হয়ে থাকে তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে।
যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় – যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধরনের মৌলের পরমাণু দ্বারা গঠিত সেসব পদার্থকে যৌগিক পদার্থ বলে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। একাধিক মৌলিক পদার্থ নিদিষ্ট…