টলেন বিকারক কি?
টলেন বিকারক কি?
অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে।
টলেন বিকারক কি?
অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে।
বেনজিন ও বেনজিনজাত যৌগ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? বেনজিন(C6H6) ও বেনজিনজাত যৌগ যেমনঃ টলুইন এর বাষ্প মানুষের নাকের মাধ্যমে প্রবেশ করে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা এবং হৃদপিন্ড, লিভার ও কিডনিজনিত সমস্যা তৈরি করতে পারে। তাই যেসব সতর্কতা নেয়া যেতে পারে সেগুলো হলো – ১) বেনজিন ও বেনজিন জাত দ্রাবকগুলোর বোতলের…
ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রীকে কেন পরিষ্কার করে রাখা হয়? পরীক্ষাগারে গ্লাস সামগ্রীকে পরিষ্কার রাখার কারণগুলো হলো – ১) অপরিষ্কার পাত্রে বিক্রিয়া ঘটালে / অপরিষ্কার পাত্র নিয়ে কাজ করলে পরীক্ষার ফলাফল সঠিক পাওয়া যায় না। ২) অনেক কাচপাত্র মূল্যাবান যেগুলো পরিষ্কার না করলে নষ্ট হয়ে যেতে পারে।
পিপেট ফিলার কেন ব্যবহার করা হয়? রাসায়নিক পরীক্ষাগারে তরল পদার্থের নির্দিষ্ট পরিমাণ স্থানান্তরকল্পে পিপেট ব্যবহার করা হয়। ব্যবহারিক কাজে তরল রাসায়নিককে পিপেটের মাধ্যমে মুখ দিয়ে টেনে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা খুবই বিপদজনক। এ বিপদ এড়ানোর জন্য পরীক্ষাগারে পিপেট ফিলারের মাধ্যমে পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা হয়। পিপেট ফিলার কি? পিপেটের…
প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কি? যেসব পদার্থ বায়ুর কোনো উপাদান (জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বনডাই-অক্সাইড) দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবত যাদের দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটে না তাদের প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন- Na2CO3, K2Cr2O7 ইত্যাদি।
মেসো যৌগ : একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অনুর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের অ-উপরিস্তাপনীয় দর্পণ বিম্ব হলে যৌগটি আলোক নিস্ক্রিয় হয়, একে মেসো যৌগ বলে। এদের গঠনে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটি আলোক নিস্ক্রিয় কারন এর অনুতে একটি প্রতিসাম্য তল বর্তমান। প্রথম অর্ধাংশ আলোর তলকে যে পরিমান ঘুরায়, ২য় অর্ধাংশ আলোর তলকে বিপরীত দিকে ঠিক…
দুর্বল এসিড কি? যে সকল এসিড দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয়ে প্রোটন (H+) উৎপন্ন করে, তাদেরকে দুর্বল এসিড বলে।