গাঢ় দ্রবণ কি?
গাঢ় দ্রবণ কি?
কোনো দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলে।
গাঢ় দ্রবণ কি?
কোনো দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলে।
হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি কি? হাইজেন বার্গ প্রমাণ করেন যে, যদি গতিশীল কোনো কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, আবার ঐ কণার ভরবেগ নির্ভুল ভাবে নির্ণয় সম্ভব হলে, তখন এর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না। গাণিতিকভাবে প্রমাণিত এ নীতিকেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে।
জারণ শিখা কী? বুনসেন বার্নারের নলের মুখে অপেক্ষাকৃত ছোট যে শিখাটি লক্ষ্য করা যায়, তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে তাকে জারণ শিখা বলে।
আল – কেমি কি? প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে ‘আল – কেমি’ বলা হয়। আল – কেমি শব্দটি আরবি শব্দ। আল কিমিয়া থেকে উদ্ভূত যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি (Electronic configuration of Elements are the Main Basis of the Periodic Table) ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। আবার, যে সকল মৌলের বাইরের প্রধান শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে,…
বিশুদ্ধ জ্বালানি কি? যা পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ তৈরি হয় না, তাকে বিশুদ্ধ জ্বালানি বলে।
ল্যাবরেটরিতে নিরাপদ কম্বল ব্যবহার করা হয় কেন? ল্যাবরেটরিতে নিরাপদ কম্বল ব্যবহার করা হয়, কারণ যদি আগুন ধরে যায় তবে উক্ত কম্বল দিয়ে চেপে ধরে আগুন ধরে নিভানোর চেষ্টা করতে হবে। এটি ফায়ার ঘণ্টার পাশে লাল বাক্সে রাখতে হবে।