Similar Posts
শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না কেন?
শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না কেন? ম্যাগনেসিয়াম পরমাণুর আকার অনেক ছোট। এর বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। Mg কে বুনসেন দ্বীপ শিখায় উত্তপ্ত করলে বহিঃস্তরের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে না। ফলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। কিন্তু বর্ণ প্রদর্শনের পূর্ব শর্ত হলো ইলেকট্রনের স্থানান্তর ঘটতে পারে। তাই Mg মৌল…
ক্ষারক কাকে বলে?
ক্ষারক কাকে বলে? ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।
নিউক্লিওফাইল কি?
নিউক্লিওফাইল কি? যেসব বিকারক বিক্রিয়াকালে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করে তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলে।
ল্যাবরেটরি নিরাপত্তা কাকে বলে?
ল্যাবরেটরি নিরাপত্তা কাকে বলে? ল্যাবরেটরি নিরাপত্তা বলতে বুঝায়- ১) নিরাপদভাবে পরীক্ষণের মাধ্যমে ল্যাবরেটরিতে তথ্য ও উপাত্ত নিরীক্ষা। ২) নিজের এবং সহপাঠীদের নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা করা। ৩) ল্যাব দুর্ঘটনা সম্পর্কে সম্যক ধারণা এবং প্রতিরোধ ও প্রতিকার সামর্থ্য থাকা। ৪) সতর্কতার সাথে ল্যাবরেটরির রাসায়নিক পদার্থ সম্পর্কে জানা ও জেনে কাজ করা।
শিক্ষার উপাদানগুলি কি কি?
শিক্ষার উপাদানগুলি কি কি? শিক্ষার প্রধান প্রধান উপাদানগুলো হলো – ১) শিক্ষার্থী ২) শিক্ষক ৩) শিক্ষাক্রম ৪) শিক্ষায়লয় বা বিদ্যালয় ৫) সহশিক্ষাক্রমিক কার্যাবলী ৬) শিক্ষায় নেতৃত্ব ৭) শিক্ষার পরিবেশ ৮) ঝড়ে পড়া ৯) শিক্ষার সংযোগ ১০) সমাবর্তন
ইলেকট্রন বিন্যাস কাকে বলে? পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস
ইলেকট্রন বিন্যাস কাকে বলে? কোন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কতটি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে। অথবা, একটি পরমাণুতে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে। অথবা, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শক্তিস্তরে শক্তির ক্রমানুসারে ইলেকট্রনগুলো যেভাবে সাজানো থাকে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। অথবা, কোন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কয়টি ইলেকট্রন কিভাবে…