লা-শাতেলিয়ার নীতি কি?
লা-শাতেলিয়ার নীতি কি?
কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
নিউক্লিয়ার বিক্রিয়া কি? যে বিক্রিয়ার মাধ্যমে অবস্থিত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি (α, β বা γ) বিকিরণ করে পরমাণুর নিউক্লিয়াসে পরিবর্তনের মাধ্যমে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।
রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ (Chemical Bonds and the Causes of their Formation) দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু (H2) গঠন করে। অনুরূপভাবে, হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু (H-Cl) গঠন করে। প্রথম ক্ষেত্রে, হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একধরনের আকর্ষণ বল কাজ করে।…
Air Hole কী? বুনসেন বার্নারে বায়ুনল এর নিচের প্রান্তে একটি সরু ছিদ্র থাকে যা বায়ু বা অক্সিজেন প্রবেশের মুখ হিসেবে কাজ করে থাকে। একে Air Hole বলে।
কয়লা, প্রাকৃতিক গ্যাসকে কেন জীবাম্ম জ্বালানি বলা হয়? কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস মানুষের সৃষ্ট নয়। হাজার হাজার বছর পূর্বে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণির দেহ চাপা পড়ে উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই জ্বালানি তৈরি হয়েছে। এই জ্বালানির ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছে বলে একে জীবাশ্ম জ্বালানি বলা হয়।
মিশ্র পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যেকোনো ওজন অনুপাতে নিজ নিজ ধর্ম অক্ষুণ্ন রেখে সাধারণভাবে মিশ্রিত হয়ে যে পদার্থ গঠন করে, তাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণঃ বায়ু, মাটি, শরবত ইত্যাদি। মিশ্র পদার্থ বলতে দুই বা তার অধিক রাসায়নিক পদার্থের ভৌত সমবায়ে গঠিত পদার্থকে বোঝায়। মিশ্রণগুলিতে রাসায়নিক পদার্থ যেমন: মৌলিক পদার্থ বা…
পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন? একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন এবং কেন্দ্রের বাহিরে কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী মৌলিক কণিকা। আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। পরমাণুতে এ ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা সমান থাকায় পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়।