লবণ সেতু কি?

লবণ সেতু কি?
তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোড ভিন্ন পাত্রে তৈরি করা হলে তাদের পরোক্ষ সংযোগ দেবার জন্য বাঁকা কাঁচনলের লবণের দ্রবণ পূর্ণ যে ব্যবস্থা করা হয় তাকে লবণ সেতু বলে।

গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতু তে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন থাকে। যা বিক্রিয়কদ্বয়ের মধ্যে আয়ন ঘাটতি হলে তা প্রশমিত করে। মূলত আয়নের সমতা রক্ষাই লবণ সেতুর মূল কাজ।

গ্যালভানিক কোষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি U আকৃতির নলে KCL লবন দিয়ে বিকার দুটিতে U আকৃতির নলকে উল্টা করে বিকারে রাখা হয় একে লবন সেতু বলে

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “লবণ সেতু কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

 

 

Similar Posts