খনিজ কি?
খনিজ কি?
ভূপৃষ্ঠে ও ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ বা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায়। এগুলোকে খনিজ বলে।
খনিজ কি?
ভূপৃষ্ঠে ও ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ বা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায়। এগুলোকে খনিজ বলে।
কাঠ, কয়লা পোড়ানো রসায়নিক পরিবর্তন কেন? কাঠ, কয়লা পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। কারণ কাঠ, কয়লা মূলত কার্বনের যৌগ দিয়ে গঠিত। যেমন- কাঠ হলো প্রধানত সেলুলোজ। কাঠ, কয়লা জ্বালানোর অর্থ প্রকৃতপক্ষেই কার্বন যৌগের দহন যা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। এর ফলে কার্বনডাই-অক্সাইড গ্যাস, জ্বলীয় বাষ্প ও তাপের উৎপাদন ঘটে। তাই কাঠ, কয়লা পোড়ানো এক ধরনের রাসায়নিক…
এসিড বৃষ্টি কি? যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটিই হলো এসিড বৃষ্টি। ভূ-পৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইড গ্যাস ও নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মুক্ত হয়। এসব গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। উপযুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে পতিত হয়। একেই এসিড বৃষ্টি বলে।
বৈশ্বিক উষ্ণায়ন কি? বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন বর্জ্য গ্যাসে CO2, CO, SO2, SO3, NO2, CH4, CFC প্রভৃতি গ্যাস সমূহ বায়ু দূষক হিসেবে উপস্থিত থেকে বায়ুর দূষণ ঘটায় এবং বায়ুমণ্ডলের তাপমাত্রায় যে বৃদ্ধি ঘটায় তাকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
Air Hole কী? বুনসেন বার্নারে বায়ুনল এর নিচের প্রান্তে একটি সরু ছিদ্র থাকে যা বায়ু বা অক্সিজেন প্রবেশের মুখ হিসেবে কাজ করে থাকে। একে Air Hole বলে।
স্টয়কিওমেট্রি কাকে বলে? কোনো নির্দিষ্ট একটি বিক্রিয়ক অপর কোনো বিক্রিয়কের সাথে নির্দষ্ট অনুপাতে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি হয়। এক্ষেত্রে একটি বিক্রিয়কের সাথে অপর বিক্রিয়কের ভর অনুপাতে বা আয়তন অনুপাতে বা মোল অনুপাতে বিক্রিয়ায় উৎপাদ তৈরি হয়। রসায়নের যে শাখায় বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ ব্যবহার করে বিক্রিয়ক ও উৎপাদ অণুর সংখ্যা, মোল সংখ্যা, ভর বা…
ব্রোঞ্জ এক প্রকার সংকর ধাতু। ব্রোঞ্জ বা কাঁসাতে কপার 65% এবং টিন 10% থাকে। ধাতু গলানো যন্ত্রাংশ, থালা, গ্লাস ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। ব্রোঞ্জকে সংকর ধাতু বলা হয় কেন? আমরা জানি, গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু মিশ্রণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বলে। যেমন- স্টিল, স্টেইনলেস স্টিল, ডুরালুমিন, ব্রোঞ্জ, পিতল ইত্যাদি।…