Similar Posts
উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করা হয় কেন?
উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করা হয় কেন? রাসায়নিক বিক্রিয়ার সময় যে সকল বিক্রিয়ক ব্যবহার করা হয় তাহা 100% বিশুদ্ধ থাকে না। সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ পদার্থ বলে। অ্যানালার রাসায়নিক পদার্থসমূহ প্রায় 99% বিশুদ্ধ হয়, এদেরকে গবেষণার সময় বিশ্লেষণীয় কাজে ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থের বিশুদ্ধতা তার প্রস্তুতি ও বিশুদ্ধকরণ পদ্ধতির…
স্টার্চ কাকে বলে?
স্টার্চ কাকে বলে? স্টার্চ হচ্ছে α-D গ্লুকোজের পলিমার। অনেকগুলি α-D গ্লুকোজ অণু α-গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে স্টার্চ গঠন করে। তবে স্টার্চ অ্যামাইলেজ ও অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইড এর সমন্বয়ে গঠিত শাখা শিকল। এতে অ্যামাইলেজ 10-20% ও অ্যামাইলোপেকটিন 80-90% বিদ্যমান থাকে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড কয়টি?
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড কয়টি? আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল 10 টি।
কী ধরনের রাসায়নিক পদার্থ গ্লাস সামগ্রীতে নেয়া যাবে না?
কী ধরনের রাসায়নিক পদার্থ গ্লাস সামগ্রীতে নেয়া যাবে না? কিছু কিছু রাসায়নিক দ্রব্য কখনোই গ্লাসসামগ্রীতে স্পর্শ করা যাবে না, যারা পাইরেক্স জাতীয় কাচসামগ্রীর সাথে বিক্রিয়া সংঘটিত করে। এরূপ কিছু রাসায়নিক পদার্থ হলো – ১) হাইড্রোফ্লুরিক এসিড (HF) ২) উষ্ণ ফসফরিক এসিড (H3PO4) ৩) উষ্ণ শক্তিশালী ক্ষার (NaOH)
খনিজ কি?
খনিজ কি? ভূপৃষ্ঠে ও ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ বা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায়। এগুলোকে খনিজ বলে।
ক্যালিব্রেশন কি?
ক্যালিব্রেশন কি? ক্যালিব্রেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো স্কেল বা পরিমাপ কাঠামোকে পরিমাপের শুরুতে আদর্শ বা জানা পরিমাণের সাহায্যে যাচাই করে নেয়া হয় এবং এতে করে পরিমাপ বা ব্যালেন্সিং এর নির্ভুল মান নিশ্চিত করা সম্ভব হয়।