খর পানি, পানির খরতা, পানি খরতার কারণ

খর পানি, পানির খরতা, পানি খরতার কারণ

বিষয়সমূহঃ
  • খর পানি
  • পানির খরতা
  • পানি খরতার কারণ
খর পানিঃ
সাধারণত যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাকে খর পানি বলে।
পানির খরতাঃ
পানিতে বিভিন্ন ধাতু যেমন- ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও আয়রন ধাতুর কার্বনেট, সালফেট ও ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে তাকেই পানির খরতা বলে।
পানির খরতা কারণঃ
পানির খরতার কারণ হলো পানি চক্রের একটি উল্লেখযোগ্য অংশে পানি পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহ চলাকালে পানি মাটিতে উপস্থিত বিভিন্ন খনিজ লবণের সংস্পর্শে আসে। পানিতে লবণ দ্রবীভূত হয়। এ ছাড়া বৃষ্টির পানিতে উপস্থিত কার্বনিক এসিড, চুনাপাথর, ডলোমাইট সমৃদ্ধ শিলার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ধীরে ধীরে বিক্রিয়া করে ও এদের দ্রবীভূত করে। ফলে পানির খরতা সৃষ্টি হয়।

Similar Posts