সালফিউরিক এসিডের ব্যবহার সমূহ

সালফিউরিক এসিড বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। নিম্নে বিভিন্ন শিল্পে এর ব্যবহারগুলো দেখানো হলো-
বৃহৎ শিল্পেঃ
  • অ্যামোনিয়া সালফেট ও সুপার ফসফেট প্রভৃতি সার উৎপাদনে
  • পেট্রোলিয়াম বিশোধনে
  • ঔষধ ও রেয়ন শিল্পে
  • তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে Cu ও Zn উৎপাদনে সালফিউরিক এসিড বিশেষভাবে ব্যবহৃত হয়।
ক্ষুদ্র শিল্পেঃ
  • বিদ্যুৎ কোষ প্রভৃতিতে
  • বিভিন্ন প্রকার রং ও রঞ্জক শিল্পে
  • বিস্ফোরক প্রস্তুতিতে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
পরীক্ষাগারেঃ
  • বিকারক হিসেবে গাঢ়  H2SO4 ব্যবহৃত হয়ে থাকে।

Similar Posts