শ্বসন কি?
শ্বসন কি?
শর্করা জাতীয় খাদ্য, স্টার্চ, চিনি, গ্লুকোজ ইত্যাদি বায়ু থেকে গৃহীত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2, H2O ও শক্তি উৎপন্ন করে। মানবদেহে সংঘটিত এই প্রক্রিয়াকে শ্বসন বলে।
শ্বসন কি?
শর্করা জাতীয় খাদ্য, স্টার্চ, চিনি, গ্লুকোজ ইত্যাদি বায়ু থেকে গৃহীত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2, H2O ও শক্তি উৎপন্ন করে। মানবদেহে সংঘটিত এই প্রক্রিয়াকে শ্বসন বলে।
অক্সাইড কি? অক্সিজেনের সাথে অন্য কোনো মৌলের বিক্রিয়ায় যেসব দ্বিমৌল যৌগ উৎপন্ন হয়, তাদেরকে অক্সাইড বলে।
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কী? হাইজেনবার্গের ‘অনিশ্চয়তা নীতি’ হলো একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। হাইজেনবার্গ প্রমাণ করেন যে, যদি গতিশীল কোন কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, আবার ঐ কণার ভরবেগ নির্ভুল ভাবে নির্ণয় করা যায় না। গাণিতিকভাবে…
Air Hole কী? বুনসেন বার্নারে বায়ুনল এর নিচের প্রান্তে একটি সরু ছিদ্র থাকে যা বায়ু বা অক্সিজেন প্রবেশের মুখ হিসেবে কাজ করে থাকে। একে Air Hole বলে।
মৌলিক ও যৌগিক পদার্থ (Elements and Compounds) মৌলিক পদার্থ তোমরা নিশ্চয় সোনা, রূপা বা লোহা দেখেছ। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙ না কেন সেখানে সোনা ছাড়া আর কিছু পাবে না। রূপা এবং লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।…
বিকার তৈরিতে বোরোসিলিকেট গ্লাস ব্যবহার করা হয় কেন? বোরো সিলিকেটের তৈরি গ্লাস অধিক টেকসই এবং তাপ প্রয়োগে এদের খুব কম প্রসারণ ঘটে ফলে এরা তাপে সহজে ফেটে যায় না, এদেরকে অনেক সময় পাইরেক্স গ্লাস বলা হয়ে থাকে। সুতরাং অধিক স্থায়িত্ব এবং প্রসারণ সহগ কম হওয়ায় বিকার তৈরিতে বোরো সিলিকেট গ্লাস ব্যবহৃত হয়।
নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি? কোনো পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রন যুগল বন্ধন গঠনে যুক্ত থাকে না, তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে।