অলিয়াম কি?
অলিয়াম কি?
ধূমায়িত সালফিউরিক এসিডকে (H2S2O7) অলিয়াম বলে।
অলিয়াম কি?
ধূমায়িত সালফিউরিক এসিডকে (H2S2O7) অলিয়াম বলে।
সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন কেন? CO2 একটি একক অণু। CO2 অণুর আকৃতি সরলরৈখিক। CO2 অণুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান। তাই সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাসীয়। অপরদিকে SiO2 একটি দৈত্যাকার পলিমার অণু। এর গঠনে প্রতিটি Si পরমাণু চারটি O পরমাণুর সাথে এবং প্রতিটি Si পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় গঠন সৃষ্টি করে। এজন্য SiO2 কঠিন পদার্থ।
টেস্টটিউবে তাপ দেয়ার সময় কী কী মনে রাখা উচিত? টেস্টটিউবে তাপ দেয়ার সময যে সব ব্যাপার মাথায় রাখা উচিত- ১) ধীরে ধীরে তাপ প্রদান করতে হবে যাতে সুষমভাবে তাপ সঞ্চালিত হয়। ২) তাপ দেয়ার সময় জারণ শিখার অগ্রভাগ ব্যবহার করতে হবে। ৩) টেস্টটিউবকে বিরামহীনভাবে তাপ দেয়া যাবে না। ৪) তরল দ্রবণে তাপ দেয়ার সময় যাতে…
কাচ দ্রব্য পরিষ্কার করার জন্যে কী ব্যবহার করা হয়? একটি কাচ দ্রব্য পরিষ্কার হয়েছে কিনা তা কীভাবে বুঝবে? ট্যাপের পানি, ক্রোমিক এসিড, পাতিত পানি দ্বারা কাচের পাত্র পরিষ্কার করা হয়। কাচের পাত্রে তেল চর্বি জাতীয় পদার্থ পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয়। যন্ত্রপাতি পরিষ্কার হয়েছে কিনা তা বোঝার জন্য পাত্রে তেল, চর্বি আছে কিনা…
টলেন বিকারক কি? অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে।
মিশ্র পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যেকোনো ওজন অনুপাতে নিজ নিজ ধর্ম অক্ষুণ্ন রেখে সাধারণভাবে মিশ্রিত হয়ে যে পদার্থ গঠন করে, তাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণঃ বায়ু, মাটি, শরবত ইত্যাদি। মিশ্র পদার্থ বলতে দুই বা তার অধিক রাসায়নিক পদার্থের ভৌত সমবায়ে গঠিত পদার্থকে বোঝায়। মিশ্রণগুলিতে রাসায়নিক পদার্থ যেমন: মৌলিক পদার্থ বা…
LPG গ্যাস বলতে বুঝায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এগুলো মূলত প্রোপেন বা বিউটেন জাতীয় হাইড্রোকার্বন।