Similar Posts
অলিগোস্যাকারাইড কাকে বলে?
অলিগোস্যাকারাইড কাকে বলে? যে সমস্ত পলিস্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে নির্দিষ্ট সংখ্যক (২ থেকে ৯ টি) মনোস্যাকারাইড পাওয়া যায় সেই সকল পলিস্যাকারাইডকে অলিগোস্যাকারাইড বলে। যেমনঃ ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড ইত্যাদি।
প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম
প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম নিম্নরূপ- পদার্থবিজ্ঞান (Physics) রসায়ন (Chemistry) উদ্ভিদবিদ্যা (Botany) প্রাণিবিদ্যা (Zoology) অণুজীববিজ্ঞান (Microbiology) জ্যোতির্বিজ্ঞান (Astronomy) মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) ইত্যাদি।
মোলাল দ্রবণ কাকে বলে?
মোলাল দ্রবণ কাকে বলে? 1000 g দ্রাবকে কোনো দ্রবের এক গ্রাম-অণু দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে মোলাল দ্রবণ বলে। মোলাল দ্রবণকে m প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
ক্ষার কাকে বলে?
ক্ষার কাকে বলে? যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকেই ক্ষার বলে। অর্থাৎ ক্ষার একটি ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় ধাতব ধাতুর উপাদানগুলির একটি মৌলিক হাইড্রোক্সাইড বা আয়নিক লবণ, যা পানিতে দ্রবণীয়। উদাহরণস্বরূপ, সোডিয়াম হাইড্রোক্সাইড = NaOH পটাসিয়াম হাইড্রোক্সাইড = KOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড = Ca(OH)2 ক্যালসিয়াম কার্বনেট = CaCO3 এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড = Mg(OH)2 ইত্যাদি।
বায়োডিগ্রেডেবল কাকে বলে?
বায়োডিগ্রেডেবল কাকে বলে? বায়োডিগ্রেডেবল পলিমার হলো ঐ সকল পলিমার যেগুলো নির্দিষ্ট কার্যসম্পাদনের পরে ভেঙে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক সহ উৎপাদ যেমন : গ্যাস, পানি, বায়োগ্যাস বিভিন্ন অজৈব লবণ প্রভৃতি উৎপন্ন করে।
ক্যালিব্রেশন কী?
ক্যালিব্রেশন (Calibration) কী? ক্যালিব্রেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন স্কেল বা পরিমাপ কাঠামোকে পরিমাপের শুরুতে আদর্শ বা জানা পরিমাণের সাহায্যে যাচাই করে নেয়া হয় এবং এতে করে পরিমাপ বা ব্যালেন্সিং এর নির্ভুল মান নিশ্চিত করা সম্ভব হয়।