শিখা পরীক্ষা কি? | শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন?

শিখা পরীক্ষা কি?

বুনসেন দীপ শিখার সাহায্যে কোনো লবণের ক্যাটায়ন শনাক্ত করার পদ্ধতিকে শিখা পরীক্ষা বলে।

শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন?

সাধারণভাবে ধাতুসমূহের লবণসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় এগুলো অনুদ্বায়ী। তন্মধ্যে, ক্লোরাইড লবণসমূহের উদ্বায়িতা তুলনামূলকভাবে কিছুটা বেশি। এসব লবণের সাথে গাঢ় HCl যোগ করলে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেয়। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। মূলত অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করতে HCl ব্যবহার করা হয়।

Similar Posts