Similar Posts
কাচ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো কী?
কাচ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো কী? কাচ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো নিম্নরূপ – ১) কাচনল, পিপেট, শীতক, কাচের কলাম প্রভৃতিতে প্লাস্টিক অথবা রাবারের টিউবিং, বাল্ব বা রাবার ছিপি ঢুকানোর সময় জখম সৃষ্টি করে। ২) পরিষ্কার করার সময়, বিশেষ করে সিংক থেকে ভাঙা কাচ অপসারণের সময় হাতের আঙ্গুল কেটে যেতে পারে। ৩) পড়ন্ত কোনো…
বিকারক বোতল কি?
বিকারক বোতল কি? পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক রিয়েজেন্ট বা বিকারক সংরক্ষণে ব্যবহৃত কাচের বোতলকে বিকারক বোতল বলে।
দহন বিক্রিয়া কাকে বলে?
দহন বিক্রিয়া (Combustion Reaction) কাকে বলে? কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার সাথে সংযুক্ত উপাদান মৌলগুলোকে অক্সাইড যৌগে পরিণত করা হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে…
দ্রাবক নিষ্কাশন কাকে বলে?
দ্রাবক নিষ্কাশন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোন উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ হতে কোন নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে বিশোধন করা হয়। এ পদ্ধতিকেই দ্রাবক-নিষ্কাশন বলা হয়।
ক্রোমাটোগ্রাফি কাকে বলে?
ক্রোমাটোগ্রাফি কাকে বলে? যে বিশ্লেষণীয় প্রণালির মাধ্যমে কোন মিশ্রণকে একটি স্থির দশায় স্থাপন করে অপর একটি প্রবাহমান দশাকে ঐ স্থির দশার সংস্পর্শে পরিচালনা করে নমুনার মিশ্রণের উপাদানগুলোকে তাদের ভৌত ধর্ম যেমন অধিশোষণ মাত্রা, দ্রাব্যতা, কিংবা বণ্টনমাত্রার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে।
স্মেল্টিং কি?
স্মেল্টিং কি? কোনা ধাতুর আকরিককে গলিয়ে তা থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াকে বলে স্মেল্টিং।