সমআয়ন প্রভাব কি?
সমআয়ন প্রভাব কি?
কোনো লবণের দ্রবণে সমধর্মী আয়ন যোগ করার মাধ্যমে লবণটির বিয়োজন মাত্রা হ্রাস করার প্রক্রিয়াকে সমআয়ন প্রভাব বলে।
কোনো লবণের দ্রবণে সমধর্মী আয়ন যোগ করার মাধ্যমে লবণটির বিয়োজন মাত্রা হ্রাস করার প্রক্রিয়াকে সমআয়ন প্রভাব বলে।
প্রধান ছেদ কাকে বলে? কোনো কেলাসের সরলাক্ষ বরাবর এবং এর দুই বিপরীত পৃষ্ঠের সমকোণে বিবেচিত তলকে ঐ কেলাসের প্রধান ছেদ বলে।
প্রান্তিক বেগ কী? কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে তবে ঐ বেগই হবে প্রান্তিক বেগ বা অন্ত্যবেগ।
কোনো যন্ত্রের দক্ষতা 60% বলতে কি বুঝ? কোনো যন্ত্রের দক্ষতা 60% বলতে বুঝায় যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে এর 60 একক শক্তি কাজে লাগে এবং (100 – 60) বা 40 একক শক্তি অপচয় হয়।
বক্রতার কেন্দ্র কি? লেন্সের উভয় পৃষ্ঠই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ। প্রত্যেক গোলকের কেন্দ্রকে ঐ পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে।
গতীয় ঘর্ষণ কাকে বলে? দুটি স্পর্শতল যখন আপেক্ষিক গতিতে থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তা গতীয় ঘর্ষণ। মেঝের উপর দিয়ে মার্বেল গড়িয়ে দিলে তা ধীরে ধীরৈ থেমে যায়। এটি গতীয় ঘর্ষণের কারণে। এই ঘর্ষণ বল চলতে শুরু করার মুহূর্তের বা তার পূর্ব পর্যন্ত ঘর্ষণ বল তার চেয়ে কম।
ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ? স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে বোঝায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.01 mm ছোট।