Similar Posts
গড় বিচ্যুতি কাকে বলে?
গড় বিচ্যুতি কাকে বলে? হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে।
সমতলাবতল লেন্স কাকে বলে?
সমতলাবতল লেন্স কাকে বলে? যে অবতল লেন্সের একটি তল সমতল ও অপরটি অবতল তাকে সমতলাবতল লেন্স বলে।
তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কেন?
তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কেন? পরিবাহীতা ও রোধ পরস্পর বিপরীত রাশি অর্থাৎ পরিবাহিতা হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়। যেহেতু, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায় সেহেতু রোধ বৃদ্ধি পাবে। তাছাড়া তাপমাত্রা বাড়ালে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুরো উত্তেজিত হয় বলে এদের গতিশক্তি বৃদ্ধি পায় এবং পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অণুগুলোর সাথে…
সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন?
সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন? সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয়। সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমকৌণিক বেগে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। ফলে বেগও অসম হয়।
আপতন কোণ কী? | আপতন কোণ কাকে বলে?
আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের লম্বের সাথে যে কোণ করে তাকে আপতন কোণ বলে।অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে।
সব শব্দের প্রতিফলন শোনা যায় না কেন?
সব শব্দের প্রতিফলন শোনা যায় না কেন? সকল প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি নয়। এর কারণ শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে একটি ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। তা না হলে প্রতিফলিত শব্দ 0.1 s এর আগেই শ্রোতার কানে পৌঁছাবে। তখন মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করা যাবে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না। তাই সকল প্রতিফলিত শব্দ শোনা…