ফরজ গোসল ও তার সঠিক নিয়ম মহিলাদের
দ্বীনের বুঝ না থাকায় আজ ঈমানদার পুরুষ ও রমনীরা ফরজ গোসলের নিয়ম জানে না । ফলে তারা নাপাক অবস্থায় ইবাদত করতে থাকে । নাপাক অবস্থায় জীবন যাপন করতে
থাকে । ফলে তাদের ইবাদত কবুল হয়না ।এটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার। কাজেই সাবধান হওয়া উচিৎ ।
যে সব কারণে নারীর,মেয়েদের ,মহিলাদের গোসল ফরজ হয়ঃ
(১) স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
(২) নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
(৩). মেয়েদের হায়েয হলে ।
(৪) নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পর রক্ত ক্ষরন হলে ।
(৫) ইসলাম গ্রহন করলে(নব মুসলিম হলে)।
নারীর,মেয়েদের ,মহিলাদের গোসলের ফরজ তটিঃ
(১) গড়গড়ার সাথে কুলি করা ( যদি রোজাদার না হয়)।
(২) নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানো ।
(৩) সমস্ত শরীর ভালভাবে পানি দ্বারা ধৌত করা ।
উপরোক্ত তিনটি কাজ করলেই গোসল হয়ে যাবে । তবে নিম্নে বর্ণিত সুন্নাত তরিকায় গোসল করলে গোসল পরিপূর্ণ হবে এবং তা এবাদতের মধ্যে গণ্য হবে ।
নারীর,মেয়েদের ,মহিলাদের গোসল করার সুন্নাত তরীকা ।
(১) গোসলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ।
(২) পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি মনে মনে এ নিয়ত করা ।
(৩) প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত তিনবার ধুতে হবে। ( বুখারী শরীফ ) ।
(৪) অতঃপর ডানহাতে পানি নিয়ে নাপাকীর স্থান তথা লজ্জাস্থান বাম হাত দিয়া তিনবার ধুতে হবে । শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে।( মুসলিম) ।
(৫) এবার বামহাতকে ভালো করে ধুইয়ে ফেলতে হবে ।
(৬) এবার অামরা যেভাবে ওজু করি সেভাবে অযু করতে হবে । ( মা’য়ারিফুল হাদিস) ।
(৭) ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে। ( বুখারী) ।
(৮) অতঃপর ডান কাঁধে তিনবার পানি ঢালতে হবে । ( শামী ) ।
(৯) তারপরে বাম কাঁধে তিনবার পানি ঢালতে হবে ( শামী) ।
অতঃপর ডলে ডলে সমস্ত শরীতে পানি পৌছাতে হবে যাতে শরীরের কোন লোমই শুকনা না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি পৌঁছাতে হবে ।
১০ সব শেষে গোসলের জায়গা হতে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা ভালোভাবে ধুতে হবে। ( বুখারী , মুসলীম , নাসায়ী, শামী ) ।
(১১) খেয়াল রাখতে হবে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
(১২) এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে। রাসূল (সাঃ ) এভাবে গোসল শেষ করতেন এবং গোসল শেষে রুমাল ব্যবহারের পরিবর্তে শরীর মোবারক থেকে পানি নিঃশেষে ঝেড়ে নিতেন ।আবার কখনও রুমাল দ্বারা মুছে নিতেন ।
আল্লাহ আমাদের সঠিকভাবে কুর’আন ও সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক দান করেন ।
তথ্যসুত্র
ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসল,ফরজ গোসলের নিয়ম ও নিয়ত,ফরজ গোসলের পদ্ধতি,মেয়েদের ফরজ গোসলের নিয়ম,মহিলাদের গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,ফরজ গোসল করার সঠিক নিয়ম,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসল করার প্রাক্টিক্যাল নিয়ম মেয়েদের! মেয়েদের ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ত,ফরজ গোসল করার নিয়ম,ফরজ গোসলের নিয়্যাত,ফরজ গোসলের নিয়ম জানতে চাই,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম,গোসলের নিয়ম,মহিলাদের ফরজ গোসলের নিয়ম,সুন্নত তরিকায় ফরজ গোসল নিয়ম