Similar Posts
তাড়িতচৌম্বক কাকে বলে?
তাড়িতচৌম্বক কাকে বলে? সলিনয়েডের ভেতর কোনো লোহার দণ্ড বা পেরেককে ঢুকিয়ে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে, ফলে সলিনয়েড থেকে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র পাওয়া যায়। তড়িৎপ্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয়। একে বলা হয় তাড়িতচৌম্বক।
জটিল গতি কাকে বলে?
জটিল গতি কাকে বলে? যখন কোনো গতিশীল বস্তুতে একই সাথে একাধিক ধরনের গতি বর্তমান থাকে তখন তার গতিকে যৌগিক গতি বা জটিল গতি বলে। যেমন: রাস্তায় চলন্ত সাইকেল বা রিক্সার চাকার ঘূর্ণন গতির সাথে সরল ও বক্র পথে রৈখিক গতিও থাকে তাই এই চলন্ত চাকার গতি যৌগিক বা জটিল গতি।
নিউটনের কোন সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে?
নিউটনের কোন সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
তাপীয় দক্ষতা কাকে বলে?
তাপীয় দক্ষতা কাকে বলে? কোনো তাপ ইঞ্জিন গৃহীত তাপের শতকরা কত অংশকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলে। একে η দ্বারা সূচিত করা হয়। কোনো তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে Q1 তাপ গ্রহণ করে যদি W পরিমাণ তাপ কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে তবে এর তাপীয় দক্ষতা, η = (W∕Q1)×100%।
মৌলিক বল কাকে বলে?
মৌলিক বল কাকে বলে? যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এ সকল বলের প্রকাশ তাকে মৌলিক বল বলে।
ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ?
ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ? স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে বোঝায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.01 mm ছোট।