Similar Posts
তরলের চাপ কাকে বলে?
তরলের চাপ কাকে বলে? প্রতি একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। তরলের এই চাপকে উদস্থৈতিক চাপও বলা হয়। আর কোনো ক্ষেত্রফল এলাকার তরল লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাকে ঘাত বল বলা হয়। একটি নির্দিষ্ট গভীরতায় সব বিন্দুতে তরলের চাপ সমান হয়। অর্থাৎ অনুভূমিক তলে সর্বত্র তরলের চাপ…
ফারেনহাইট স্কেল কাকে বলে?
ফারেনহাইট স্কেল কাকে বলে? যে স্কেলে বরফ বিন্দুকে 32° এবং স্টিম বিন্দুকে 212° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয় সেই স্কেলকে ফারেনহাইট স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট (1°F) বলা হয়।
ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর ঘটনা বয়েলের সূত্রের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ – ব্যাখ্যা কর।
ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর ঘটনা বয়েলের সূত্রের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ – ব্যাখ্যা কর। ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর সময় দেখা যায় যে, এটির আয়তনের সম্প্রসারণ ঘটে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার আয়তনের চেয়ে বেশি। ফুঁ দেওয়ার অর্থ হল বাইরে থেকে শক্তির সরবরাহ করা যার ফলে অণুগুলো এই শক্তিকে কাজে লাগিয়ে তাদের গতিশক্তি বৃদ্ধি করে। ফলে অণুগুলোর…
ফেরো চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
ফেরো চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়। এরা কঠিন এবং স্ফটিককারের হয়। এদের চৌম্বক ধারকত্ব ধর্ম রয়েছে। এদের নির্দিষ্ট কুরী বিন্দু রয়েছে।
ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে?
ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে? প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের সময় আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়, যা অপেক্ষা কম মানের বিচ্যুতি পাওয়া কখনোই সম্ভব নয়। বিচ্যুতি কোণের এ সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন?
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? আমরা জানি, ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য, সেহেতু পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।