Similar Posts
NOT গেট কাকে বলে?
NOT গেট কাকে বলে? একটি মাত্র ইনপুট ও একটি আউটপুট বিশিষ্ট যে গেট বর্তনীর আউটপুট সবসময় ইনপুটের পূরক বা বিপরীত হয় তাকে NOT গেট বলে।
রৈখিক গতি কি বা কাকে বলে?
রৈখিক গতি কি বা কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
পিচ কি বা পিচ কাকে বলে?
পিচ কি বা পিচ কাকে বলে? স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে। স্ক্রুগজের টুপি একবার ঘোরালে 1 mm রৈখিক স্কেল বরাবর সরণ ঘটে। যাকে পিচ (pitch) বলা হয়। যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পিছনে নেওয়া হয় সেটিকে সমান 100…
ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?
গাড়ির ড্রাইভাররা গাড়ি চালানোর সময় সব সময় পেছনে কি হচ্ছে সেটা দেখার জন্য ভিউ মিরর ব্যবহার করেন। ভিউ মিরর এমনভাবে তৈরি করা থাকে যাতে ছোট একটি আয়না দিয়ে গাড়ির পেছনের বড় একটা জায়গা দেখতে পারেন। এক্ষেত্রে ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপরদিকে সমতল দর্পণ লক্ষবস্তুর সমান আকারের বিম্ব গঠন করে। এটি ভিউ মিরর…
মহাবিস্ফোরণ তত্ত্ব কি?
মহাবিস্ফোরণ তত্ত্ব কী? বিজ্ঞানীরা আন্দাজ করেন যে, আজ হতে ১৫শত কোটি বছর আগে মহাবিশ্বের সকল ভর পুঞ্জীভূত ছিল। ঐ সময় এক মহাবিস্ফোণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এ তত্ত্বকে মহাবিস্ফোরণ তত্ত্ব বলে।
আধানের কোয়ান্টায়ন কী?
আধানের কোয়ান্টায়ন কী? আধান নিরবচ্ছিন্ন নয়, বরং একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। এ ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জ এবং এর মান 1.6×10-19 কুলম্ব। এটিই হলো আধানের কোয়ান্টায়ন।