Similar Posts
বজ্রনাদ কী?
বজ্রনাদ কী? বজ্রপাতের সাথে যে শব্দ শোনা যায় তাকে বজ্রনাদ বলে।
মিটার ব্রীজ কি?
মিটার ব্রীজ কি? হুইটস্টোন ব্রীজ নীতি এবং 1 m দৈর্ঘ্যের তার ব্যবহার করে তৈরি একটি ব্রীজ যার মাধ্যমে অজানা রোধ নির্ণয় করা হয় তাকে মিটার ব্রীজ বলে।
হল বিভব পার্থক্য কাকে বলে?
হল বিভব পার্থক্য কাকে বলে? ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র, বিরাজ করলে, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে হল বিভব পার্থক্য বলে।
পীড়ন ব্যবহারে সতর্কতা
পীড়ন ব্যবহারে সতর্কতা রেলগাড়ি, বিমান, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের যন্ত্রাংশসমূহ দীর্ঘদিন ব্যবহারের ফলে এদের কর্মদক্ষতা হ্রাস পায়। দীর্ঘদিন পীড়ন প্রয়োগ ও প্রত্যাহারের কারণে এদের স্বাভাবিক কর্মদক্ষতা হারিয়ে ফেলে, ফলে পীড়ন প্রত্যাহারের পর এদের পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না। তাই ক্রমান্বয়ে পীড়ন ব্যবহার না করে নির্দিষ্ট বিরতিতে পীড়ন ব্যবহার করা প্রয়োজন। যন্ত্রাংশের কর্মদক্ষতা দীর্ঘদিন…
শ্রেণি সমবায়
শ্রেণি সমবায় কতগুলো রোধকে যদি এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এভাবে অবশিষ্ট রোধগুলো সংযুক্ত থাকে, তবে এ জাতীয় সমবায়কে শ্রেণি সমবায় বলে।
অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন?
অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন? আমরা যদি কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তবে এটি পুনরায় আমাদের হাতে ফিরে আসবে। এক্ষেত্রে বস্তুটির হাত থেকে নিক্ষিপ্ত হয়ে পুনরায় হাতে ফিরে আসা এই পূর্ণচক্রে বস্তুটির উপর অভিকর্ষ বলের সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। m ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠের A বিন্দু থেকে h উচ্চতায় B বিন্দুতে…