ভেক্টর ক্ষেত্র কি? ভেক্টর ক্ষেত্র কাকে বলে?

ভেক্টর ক্ষেত্র কাকে বলে?

কোনো স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি বিদ্যমান থাকে, তবে ঐ অঞ্চলকে ঐ রাশির ভেক্টর ক্ষেত্র বলে।

ভেক্টর ফিল্ড বা ক্ষেত্র বলতে একটি পরিবর্তনশীল ক্ষেত্র এর কথা বোঝানো হয়। এই ক্ষেত্রটির সারাক্ষণ দিক অথবা পরিবর্তন করে। বেশিরভাগ ক্ষেত্রে এটি হলো তড়িৎ বলরেখা দ্বারা গঠিত একটি ক্ষেত্র।

Similar Posts