Similar Posts
অতি পরিবাহীতা কাকে বলে?
অতি পরিবাহীতা কাকে বলে? অত্যাধিক নিম্ন তাপমাত্রায় কিছু কিছু ধাতুর মধ্য দিয়ে অল্প বিভব পার্থক্য প্রয়োগেই প্রচণ্ড মানের তড়িৎ প্রবাহিত হতে পারে। এ ধর্মকে অতি পরিবাহিতা বলে।
পৃষ্ঠ শক্তি কাকে বলে?
পৃষ্ঠ শক্তি কাকে বলে? কোন একটি তরল পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয়, তাকে ঐ তরল পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি বলে।
আলোর প্রতিফলনের সূত্র
আলোর প্রতিফলনের সূত্র প্রথম সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র প্রতিফলন কোণ ও আপতন কোণের সমান।
অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? কি কি কারণে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়?
অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। প্রত্যেকটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠের উপরের যেকোনো উচ্চতা থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে তা নিচের দিকে পড়তে থাকে বা গতিশীল হয়। যতই নিচে নামে বলের প্রভাবে বস্তুর গতি তত বৃদ্ধি পেতে থাকে বা ত্বরণ হয়। নিউটনের…
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং দ্রুতি বেগ ১ একক সময়ে যে কোন দিকে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। ২ দ্রুতি একটি স্কেলার রাশি। বেগ একটি ভেক্টর রাশি। ৩ দ্রুতি সর্বদা ধনাত্মক। বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ৪ কেবলমাত্র মানের…
টেলিস্কোপ কাকে বলে?
টেলিস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ বলে।