Similar Posts
ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ?
ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ? স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে বোঝায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.01 mm ছোট।
ধারকের শ্রেণি সমবায় কি?
ধারকের শ্রেণি সমবায় কি? যদি কতগুলো ধারককে এমনভাবে পরপর সংযোজিত করা হয় যেন প্রথম ধারকের দ্বিতীয় পাত, দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত তৃতীয় ধারকের প্রথম পাতের সাথে, এভাবে একের পর সংযুক্ত থাকে তবে তাকে ধারকের শ্রেণি সমবায় বলে।
ওজন নেয়ার সময় আর্দ্রতার প্রভাব রোধে করণীয় কী?
ওজন নেয়ার সময় আর্দ্রতার প্রভাব রোধে করণীয় কী? কোন রাসায়নিক পদার্থের ওজন পরিমাপের সময় আর্দ্রতার প্রভাব রোধের সব সময়ই পরিষ্কার ও শুষ্ক পাত্র ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিমাপের স্থান বা Weighing pan কে পানির ফোঁটা বা ধুলোবালিমুক্ত রাখতে হবে। যে সব ফ্লাস্কের তলদেশে গোলাকার তাদের ক্ষেত্রে কখনোই কর্ক বা কার্ডবোর্ড সাপোর্ট ব্যবহার করা যাবে না।
তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? কোনো মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র ব্যবধানে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে ঐ মুহূর্তের দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বলে। অতি ক্ষুদ্র সময় ব্যবধান Δt তে যদি বস্তুর দূরত্বের পরিবর্তন Δd হয়, তাহলে তাৎক্ষণিক দ্রুতি, v = Δd ÷ Δt এখানে, Δd দ্বারা দূরত্বের পরিবর্তন এবং Δt দ্বারা সময়ের পরিবর্তন নির্দেশ করে।
সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ
সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না। আদিবেগ ও শেষবেগ সমান (v = u) হওয়ার কারণে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। অর্থাৎ ত্বরণ, a = (v-u)÷t = (v-v)÷t = 0
সুটকেসের হাতল লম্বা রাখা সুবিধাজনক কেন?
সুটকেসের হাতল লম্বা রাখা সুবিধাজনক কেন? সুটকেসের হাতল যত লম্বা হয় ব্যাগটি টানার সময় তা ভূমির সাথে তত কম কোণ তৈরি করে। অর্থাৎ হাতলটি ভূমির বেশি কাছাকাছি থাকে। আর θ এর মান কম হলে cosθ এর মান বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে ভূমির বরাবর বেগের মান বেশি হয় যাতে ব্যাগটি সহজেই টেনে নেওয়া যায়। এজন্যই সুইটকেসের হাতল লম্বা…