Similar Posts
সংখ্যা পদ্ধতি কাকে বলে?
সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত বা প্রকাশ করে যে পদ্ধতিকে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সহজভাবে বলা যায়, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। যেমনঃ দশমিক (ডেসিমাল), বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্বই বেশি।
Mbps ও MBps এর মধ্যে পার্থক্য কী?
Mbps ও MBps এর মধ্যে পার্থক্য কী? Mbps এর পূর্ণরূপ Megabits per second,যা সাধারণ ডাউনলোড ও আপলোড স্পিড।আর MBps এর পূর্ণরূপ Megabytes per second,যা সাধারণ ফাইল সাইজ বা ডেটার পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। উলেখ্য,১বাইট সমান ৮বিট।
ক্যাশ অন ডেলিভারি বলতে কি বুঝায়?
ক্যাশ অন ডেলিভারি বলতে কি বুঝায়? ই-কমার্সে বিল পরিশোধ পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি (COD)। এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটির অর্ডার দেন। বিক্রেতা তখন পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেন। ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন।
প্রাইভেট নেটওয়ার্ক কাকে বলে?
প্রাইভেট নেটওয়ার্ক কাকে বলে? যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়য়োজন হয়, তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে। এ ধরনের পরিচালিত হয় একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। PAN, LAN বা CAN এ ধরনের নেটওয়ার্ক।
Wi-Fi কি | Wi-Fi এর প্রজন্ম ও কাজ
Wi-Fi Wi-Fi এর পূর্ণরূপ হল Wireless fidelity. এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসগুলোকে পরস্পর সংযুক্ত করে ডাটা বা ইন্টারনেট আদান-প্রদান করতে পারি । কম্পিউটার ডিভাইসগুলোকে পরস্পর সংযোগের জন্য কোন তার প্রয়োজন হয়না। এছাড়াও এটি ইন্টারনেট এক্সেস এর জন্য ব্যবহার করা হয়। WiFi এর আওতাভুক্ত করতে এর কাভারেজ এরিয়ার…
GPS কি?
GPS (Global Positioning System) GPS হলো একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এটি তিনটি অংশ নিয়ে গঠিত। স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) ভূ-উপগ্রহ স্টেশন এবং রিসিভার। এটি বিশেষভাবে কোডকৃত স্যাটেলাইট সিগনাল সরবরাহ করে, যা GPS রিসিভারে প্রসেস হয় এবং কোনো কিছুর অবস্থান, গতি ও সময় হিসেব করতে রিসিভারকে সক্ষম করে। কোনো কিছুর ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় করতে এবং রিসিভারে সময়ের…