Similar Posts
কাউন্টার কাকে বলে?
কাউন্টার কাকে বলে? যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায় তাকে কাউন্টার বলে। কাউন্টার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা একগুচ্ছ ফ্লিপফ্লপ দিয়ে তৈরি।
হিকারি কি?
হিকারি কি? ২০ বছরের ভার্চুয়াল তরুণী যে কিনা তার গৃহকর্তার সকল যন্ত্রাংশ হোম নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হিকারি বলে।
মাইক্রোপ্রসেসর কি?
মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর হল একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিলিকন চিপ। এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্ট থাকে। মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়। এর প্রকৃতি ও ক্ষমতার উপর নির্ভর করে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্ষমতা।
প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি?
প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি? যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত এ ট্রান্সমিশনে ৮ বিট, ১৬ বিট বা ৩২ বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে।
ডেটা কমিউনিকেশন কি?
ডেটা কমিউনিকেশন কি? কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর কিংবা এক জনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াই ডেটা কমিউনিকেশন।
সফটওয়্যার কি?
সফটওয়্যার কি? কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি।