মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ রসায়ন ১ম পত্র

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ রসায়ন ১ম পত্র

 

নিচের দেওয়া পয়েন্ট গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে_গতবছর এবং বিগত কয়েক বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায়,

প্রত্যেক অধ্যায় থেকে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলোর দাগানো লাইন গুলো সবচেয়ে ভালোভাবে পড়বে। এবং mcq প্র্যাকটিস করবে।

যে টপিক্স গুলো দিয়েছি সেগুলোর কোচিং থেকে দেওয়া দাগানো লাইনগুলো পড়বা।

রসায়ন প্রথম পত্রের ১,৩, ৫ অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

প্রথম অধ্যায়: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার

1. হ্যান্ড গ্লাভস

2. প্রাইমারী ও সেকেন্ডারি স্ট্যানডার্ড পদার্থ

3. ক্ষতিকর বিষাক্ত বিকারকের বিকল্প উপাদান।

4. মাইক্রো ও সেমিমাইক্রো অ্যানালিটিক্যালপদ্ধতি।

দ্বিতীয় অধ্যায়: গুণগত রসায়ন

1. বোর পরমাণু মডেল

2. কোয়ানটাম সংখ্য

3. পরমাণু ও পরমাণুর মূল কণিকা

4. প্রথম ৩০ টি মৌলের ইলেকট্রন বিন্যাস

5. বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণেরতরঙ্গদৈর্ঘ্য।

6. তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চল

7. তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলেতরঙ্গদৈর্ঘ্য কম্পাংক +ব্যবহার+ এদেরসুএগুলু অবশ্যই পড়বে

৪. চিকিৎসাক্ষেত্রে IR রশ্মির ব্যবহার।

9. দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ

তৃতীয় অধ্যায়: মৌলের পর্যায়বৃও ধর্ম

1. ইলেকট্রন বিন্যাস অনুসারে S, P, D F ব্লকের বর্ণনা।

2. সকল ব্লকের সাধারণ ধর্মাবলী

3. মৌলের পর্যায়বৃত্ত ধর্ম(ইলেকট্রন আসক্তি, এবংআয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা)

4. সংকর অরবিটালের প্রকারভেদ 5. ফাজানের নিয়

6. হ্যালোজেনের অকসো এসিডের উদাহরণ

7. কয়েকটি নিরপেক্ষ ও ঋণাত্মক লিগ্যানডেরএবং জটিল ঋণাত্মক আয়নের নাম।

চতুর্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন

1. উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য।

2. একমুখী ও উভমুখী বিক্রিয়ার রূপান্তর ।

3. প্রভাবক।

4. বাণিজ্যিক শিল্পে অসমসতীয় ও সমসততীয় প্রভাবকের ব্যবহার।

5. রাসায়নিক সাম্যাবস্থার শর্ত

6. কিছু এসিডের বিয়োজন ধ্রুবক

7. এসিড ও ক্ষারকের শক্তিমাত্রার নির্ভরশীলতা

৪. এসিডের ক্ষারকক্ত ও ক্ষারের অম্লত্ব

9. pH + pH স্কেল

10. বাচ্চার ধরণ

11. মানুষের রক্তের pH 12. কৃষি উৎপাদনে টয়লেট্রিজ উৎপাদনে, ওষুধ সেবনে pH এর গুরুত্ব

13. ২৫°C তাপমাত্রায় তীব্র এসিড, দুর্বল এসিড ও তীব্র ক্ষারকের প্রশমন তাপ

পঞ্চম অধ্যায়: কর্মমুখী রসায়ন

1. অ্যানটি অক্সিডেনট।

2. সাসপেনশন ও কোয়াগুলেশন।

3. দুধের শতকরা সংযুক্তি ।

4. টেলকম পাউডার ও লিপস্টিক প্রস্তুতি ।

5. গ্লাস ক্লিনার।

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *