তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি?
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি?
যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে কৃতকাজ তাপের সমানুপাতিক।
যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে কৃতকাজ তাপের সমানুপাতিক।
সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি কি? মহাবিশ্বের প্রকৃতি, উৎস ও বিবর্তন নিয়ে যে পর্যালোচনা তাকে বলা হয় সৃষ্টিতত্ত্ব।
গতির উপর ঘর্ষণের প্রভাব কেমন হয়? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়। এটি গতিশীল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ফলে বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস…
যান্ত্রিক শক্তি কিভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে? যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হওয়া এর উদাহরণ। কলমকে খালি মুখে ফু দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পানি যখন পাহাড় পর্বতের উপরে থাকে তখন তাতে বিভব শক্তি সঞ্চিত থাকে। এই পানি যখন ঝর্ণা নদী রূপে উপর থেকে নিচে নেমে আসে…
সান্দ্রতার ব্যবহার ১) গতিশীল নৌকা, স্টীমার, লঞ্চ, জাহাজের পানির সান্দ্রতাঙ্কজনিত বাধা লক্ষ করে এদের যন্ত্রের ডিজাইন তৈরি করা হয়। ২) গতিশীল বাস, ট্রাক, বিভিন্ন মোটর গাড়ি ও বিমানের উপর বায়ুর সান্দ্রতাজনিত বাধা লক্ষ করে এসব যন্ত্রের নক্সা তৈরি করা হয়। ৩) মানবদেহে শিরা-উপশিরায় এবং ধমনীর মধ্য দিয়ে রক্তের চলাচলের ক্ষেত্রে রক্তের সান্দ্রতা ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা…
আলোক অক্ষ কাকে বলে? কর্ণিয়া ও চক্ষুলেন্সের কেন্দ্র বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাকে আলোক অক্ষ বলে।
আলোর প্রতিফলন কাকে বলে? আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে। অন্যভাবে: কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি অপর একটি মাধ্যমের বিভেদতলে আপতিত হলে , ওই আপতিত…