ব্যান্ড উইডথ কি?
একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ড উইডথ। অর্থাৎ একটি মাধ্যমের মধ্যে দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ড উইডথ। একে মাপা হয় বিপিএস (bps) এ।
ব্যান্ডউইডথ কে ডেটা ট্র্রান্সমিশন স্পিডও বলা হয়।