সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে?
সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়ায় কোনো গ্যাসীয় বিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।
অথবা,
যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ পরিবর্তন বলে। স্থির তাপমাত্রায় যদি কোনো গ্যাসকে প্রসারিত অথবা সঙ্কুচিত করা হয় তবে সেই পরিবর্তনকে সমোষ্ণ প্রসারণ বা সমোষ্ণ সঙ্কোচন বলে এবং যে প্রক্রিয়ায় এ পরিবর্তন ঘটে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।