সিনক্রোনাইজেশন কি?

সিনক্রোনাইজেশন কি?

এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগনাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে। বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহীতা কম্পিউটার সেই সিগনাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে না। এই সিগনাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাইজেশন।
সিনক্রোনাইজেন এর উপর নির্ভর করে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে তিনভাগে ভাগ করা হয়েছে।
যথাঃ
  • অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
  • সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)
  • আইসোক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)

Similar Posts