Similar Posts
পূর্ণস্পন্দন কি বা পূর্ণস্পন্দন কাকে বলে?
পূর্ণস্পন্দন কি বা পূর্ণস্পন্দন কাকে বলে? তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে।
মহাবিস্ফোরণ তত্ত্ব কি?
মহাবিস্ফোরণ তত্ত্ব কী? বিজ্ঞানীরা আন্দাজ করেন যে, আজ হতে ১৫শত কোটি বছর আগে মহাবিশ্বের সকল ভর পুঞ্জীভূত ছিল। ঐ সময় এক মহাবিস্ফোণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এ তত্ত্বকে মহাবিস্ফোরণ তত্ত্ব বলে।
তুল্য রোধ কি?
তুল্য রোধ কি? সমবায়ের রোধগুলোর পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীতে প্রবাহমাত্রা ও বিভব পার্থক্য একই থাকে তবে ঐ রোধকে সমবায়ের তুল্য রোধ বলে।
ডাই ইলেকট্রিক কাকে বলে?
ডাই ইলেকট্রিক কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে আধান চলাচল করতে পারে না তাদেরকে ডাই ইলেকট্রিক বলে।
সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে?
সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে? যে চৌম্বক ক্ষেত্রের সকল বিন্দুর প্রাবল্য মান ও দিক হিসাবে একই হয় তাকে সুষম চৌম্বক ক্ষেত্র বলে।
তড়িৎ মাধ্যমাঙ্ক কী?
তড়িৎ মাধ্যমাঙ্ক কী? দুটি বিন্দু চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে ক্রিয়াশীল বল ও ঐ দুই চার্জের মধ্যে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলে।