Similar Posts
রেডিও গ্যালাক্সি কাকে বলে?
রেডিও গ্যালাক্সি কাকে বলে? যে সব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িত চৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালক্সি বলা হয়।
ভর ভ্রামক কাকে বলে?
ভর ভ্রামক কাকে বলে? কোনো বস্তুকণার ভর ও কোনো নির্দিষ্ট অক্ষ বা সমতল থেকে ঐ কণার লম্ব দূরত্বের গুণফলকে ঐ অক্ষ বা সমতল সাপেক্ষে কণাটির ভর ভ্রামক বলে।
তড়িচ্চালক বল কি?
তড়িচ্চালক বল কি? একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ হয় বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।
ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?
গাড়ির ড্রাইভাররা গাড়ি চালানোর সময় সব সময় পেছনে কি হচ্ছে সেটা দেখার জন্য ভিউ মিরর ব্যবহার করেন। ভিউ মিরর এমনভাবে তৈরি করা থাকে যাতে ছোট একটি আয়না দিয়ে গাড়ির পেছনের বড় একটা জায়গা দেখতে পারেন। এক্ষেত্রে ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপরদিকে সমতল দর্পণ লক্ষবস্তুর সমান আকারের বিম্ব গঠন করে। এটি ভিউ মিরর…
রোধের সমবায় কি?
রোধের সমবায় কি? দুই বা ততোধিক রোধকে সন্নিবেশ বা সংযোজন করার ব্যবস্থাকে রোধের সমবায় বলে।
আপেক্ষিক রোধ কি?
আপেক্ষিক রোধ কি? নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যের রোধকে ঐ তাপমাত্রায় উক্ত পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে।