রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান
রাষ্ট্র গঠনের মুখ্য উপাদানটি হলো সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। এটি হলো রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার কোনো কর্তৃপক্ষ নেই। সার্বভৌমত্বের আদর্শ হলো আইন, আর রাষ্ট্রে এ আইন মানতে সকলে বাধ্য।