Similar Posts
রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা কাকে বলে?
স্বাধীনতা কাকে বলে? শব্দগত অর্থে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা বোঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতাকে এইভাবে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় না। রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কির মতে, স্বাধীনতা বলতে সেই পরিবেশের সযত্ন-সংরক্ষণ বোঝায় যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। স্বাধীনতার উপযোগী এই পরিবেশ সৃষ্টি হয় অধিকারের দ্বারা। তাই স্বাধীনতা হলো অধিকারের ফল।
ভারতীয় সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করতে গেলে কি কি নিয়ম মানতে হয়?
ভারতীয় সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করতে গেলে কি কি নিয়ম মানতে হয়? ভারতীয় সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করতে গেলে যেসক নিয়ম মানতে হয় তা হলো – ১। কোন ব্যক্তিকে আটক করার পর যত শীঘ্র সম্ভব তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। ২। আটক ব্যক্তিকে নিস পছন্দ অনুযায়ী আইনজীবীর সাথে পরামর্শ করার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।…
বাক্ ও মতামত প্রকাশের অপর যে কোন চারটি যুক্তিসঙ্গত বাধানিষেধের উল্লেখ করো।
বাক্ ও মতামত প্রকাশের অপর যে কোন চারটি যুক্তিসঙ্গত বাধানিষেধের উল্লেখ করো। বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতার ওপর রাষ্ট্র যে সমস্ত যুক্তিসংগত বাধানিষেধ আরোপ করতে পারে সেগুলি হলঃ ১। ভারতের সার্বভৌমিকতা ও সংহতি, ২। রাষ্ট্রীয় নিরাপত্তা, ৩। বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রী বন্ধন এবং ৪। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা।
শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন?
শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন? রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। কেননা শিক্ষিত নাগরিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন। আর তাই শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে।
প্রথম ফ্যাসিবাদী নেতা কে?
প্রথম ফ্যাসিবাদী নেতা ইউরোপের প্রথম ফ্যাসিবাদী নেতা, বেনিটো মুসোলিনি, লাতিন শব্দ fasces থেকে তার দলের নাম নিয়েছিলেন। যদিও ফ্যাসিবাদী দল এবং আন্দোলনগুলো একে অপরের থেকে উল্লেখযোগ্যভাবে পৃথক ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, প্রধান ইউরোপীয় ফ্যাসিবাদী দলগুলো ভেঙে যায় এবং কিছু দেশে (যেমন ইতালি এবং পশ্চিম জার্মানি) আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ করে। ১৯৪০-এর দশকের শেষের দিকে, ইউরোপের…
আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো?
আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো? আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমূহ প্রযুক্ত হবে এবং বৈষম্য মূলক আচরণ করবে না। অন্যভাবে বললে, একই অবস্থার মধ্যে নাগরিকগণ একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। তবে রাষ্ট্র প্রয়োজনবোধে নাগরিকদের মধ্যে যুক্তিসংগত শ্রেণী বিভাজনের ব্যবস্থা করতে পারে।