এক কুলম্ব কাকে বলে?
এক কুলম্ব কাকে বলে?
দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের ওপর 9×109 N বল প্রয়োগ করলে ঐ চার্জ দুটির প্রত্যেককে এক কুলম্ব বলে।
এক কুলম্ব কাকে বলে?
দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের ওপর 9×109 N বল প্রয়োগ করলে ঐ চার্জ দুটির প্রত্যেককে এক কুলম্ব বলে।
লেঞ্জের সূত্র যেকোনো তাড়িতচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন, যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বা পরিবর্তনকে বাধা দেয়।
অণুবীক্ষণ, দূরবীক্ষণ এবং নভোদূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। দূরবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের দূরবর্তী বস্তু স্পষ্ট বা বড় করে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীণ বলে। নভোদূরবীক্ষণ যন্ত্র : আকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ…
কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই- এরকম হতে পারে কি? কোনো বস্তুর বেগ থাকা সত্ত্বেও এর ত্বরণ নাও থাকতে পারে। এক্ষেত্রে বস্তুটির ত্বরণ শূন্য হবে এবং বেগ অপরিবর্তিত থাকবে। মহাবিশ্বের যে স্থানে কোনোরূপ মহাকর্ষ বল নেই, সেখানে কোনো বস্তু যে গতিতে চলছে সে গতিবেগেই চলতে থাকবে, ফলে এর কোনো ত্বরণ থাকবে না। সুতরাং…
সরল দোলকের সূত্রসমূহ কৌণিক বিস্তার 4° এর বেশি না হলে সরল দোলকের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র চারটি প্রযোজ্য। প্রথম সূত্র—সমকাল সূত্র : কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। দোলনকাল কৌণিক বিস্তারের ওপর নির্ভর করে না। দ্বিতীয় সূত্র—দৈর্ঘ্যের সূত্র : কৌণিক…
অসহ পীড়ন কাকে বলে? কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে। অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল
স্কেলার গুণন ও ভেক্টর গুণনের মধ্যে পার্থক্য স্কেলার গুণন ও ভেক্টর গুণনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ- নং স্কেলার গুণন ভেক্টর গুণন ১ স্কেলার গুণফলের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান। ভেক্টর গুণফলের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভূক্ত কোণের sine-এর গুণফলের সমান। ২ ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে স্কেলার গুণফল শূন্য হয়। ভেক্টর…