Similar Posts
এক নিউটন বল কাকে বলে? | এক নিউটন বল কি?
এক নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে। যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ঐ বস্তুতে ১ মি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে ১ নিউটন বল বলে। 50 নিউটন বল বলতে কী…
ডোপায়ন কি বা কাকে বলে?
ডোপায়ন কি বা কাকে বলে? অর্ধপরিবাহী পদার্থের পরিবাহকত্ব বৃদ্ধির জন্য নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ বা ভেজাল মেশানোর প্রক্রিয়া হলো ডোপায়ন।
ওহমের সূত্র : ব্যাখ্যা ও সীমাবদ্ধতা
ইলেকট্রিসিটির মৌলিক উপাদান হল ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। পদার্থবিজ্ঞানে ওহমের সূত্র এই তিনটির মধ্যে একটি সরল সম্পর্ক দেখায়। এই আইনটি বিদ্যুতের সবচেয়ে মৌলিক আইনগুলোর মধ্যে একটি। এটি বৈদ্যুতিক সার্কিটের উপাদানের শক্তি, দক্ষতা, বিদ্যুত, ভোল্টেজ এবং রোধ নির্ণয় করতে সহায়তা করে। ওহমের সূত্র মূলত বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং রোধের মধ্যে সম্পর্ক গণনা করতে ব্যবহৃত হয়।…
তরঙ্গের অষ্টক কাকে বলে?
তরঙ্গের অষ্টক কাকে বলে? উপসূরের কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে।
উভাবতল লেন্স কি?
উভাবতল লেন্স কি? যে লেন্সের দুই তলই অবতল তাকে উভাবতল লেন্স বলে।
বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর।
বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর। মনে করি, ক্ষুদ্র পরিসর পানি বিন্দুর ব্যাসার্ধ প্রায় 0.001 cm এবং বায়ুর সান্দ্রতাঙ্ক 1.8×10-4 poise ধরলে পানি বিন্দুর প্রান্তবেগ হয় 1.2 cms-1। যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্ব অপেক্ষা কম হয় তখন প্রান্তবেগ ঋণাত্মক হবে। অর্থাৎ বস্তুর বেগ ঊর্ধ্বমুখী হয়। তাই বুদবুদ পানির নিচ থেকে ভেসে ওঠে।