সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে?

সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে?

যে তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান ও অভিমুখ একই হয় তাকে সুষম তড়িৎক্ষেত্র বলে।

সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলো পরস্পর সমান্তরাল ও সম-ঘনত্ববিশিষ্ট হয়। কয়েকটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করে তাতে তীর চিহ্ন দিয়ে সুষম তড়িৎক্ষেত্র নির্দেশ করা হয়। কোন আধান থেকে বহু দূরে খুব অল্প জায়গায় তড়িৎক্ষেত্র মোটামুটি সুষম ধরা যেতে পারে।

Similar Posts