Similar Posts
পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্যের অসম্ভাব্যতা | পরম শূন্য ও পদার্থ
পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। -২৭৩° কেলভিন বা ০° সেন্টিগ্রেড তাপমাত্রা কে পরমশূন্য তাপমাত্রা বলে।এই তাপমাত্রায় সকল গ্যাসের আয়য়তন তাত্বিকভাবে শুন্য ধরা হয়। পরম শূন্য (Absolute Zero), হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন…
পর্বত আরোহী পর্বত আরোহনের সময় চক পাউডার ব্যবহার করেন কেন?
পর্বত আরোহীগণ পর্বত আরোহণ কালে তাদেরকে শিলাখণ্ড বা পাহাড়ের তলাকে ভালোভাবে পা এবং হাত দ্বারা আঁকড়ে ধরে রাখতে হয়। তাই ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে উক্ত স্থানগুলো শক্ত করে ধরে রাখার জন্য তারা চক পাউডার ব্যবহার করেন।
কাজের মাত্রা সমীকরণ
কাজের মাত্রা সমীকরণ কাজের মাত্রা সমীকরণ : ML2T-2
চলন গতি কাকে বলে? চলন গতির প্রকারভেদ, সরল চলন গতি, বক্র চলন গতি
চলন গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে। যেমন – ছাদ থেকে একটি ঢিলকে ছেড়ে দিলে সেটি সোজাসুজি নীচের দিকে পড়তে থাকে। এক্ষেত্রে ঢিলটির গতি চলন গতি। এছাড়াও.. ঢালু তল দিয়ে কোনো বাক্স…
পড়ন্ত বস্তুর ত্বরণ একই থাকে কেন?
পড়ন্ত বস্তুর ত্বরণ একই থাকে কেন? আমরা জানি, কোনো বস্তুর উপর নির্দিষ্ট বল যতক্ষণ ক্রিয়াশীল থাকে ততক্ষণে বস্তুটি সুষম ত্বরণে চলতে থাকে। অর্থাৎ বেগ বৃদ্ধির হার একই হয়। যেহেতু পড়ন্ত বস্তুটি সুষম ত্বরণে চলতে থাকে। অর্থাৎ বেগ বৃদ্ধির হার একই হয়। যেহেতু পড়ন্ত বস্তুর উপর মহাকর্ষীয় বল সর্বদা ক্রিয়াশীল থাকে। কাজেই, পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির…
সমতান বা হারমোনি কাকে বলে?
সমতান বা হারমোনি কাকে বলে? কতকগুলো শব্দ যদি একসঙ্গে উৎপন্ন হয়ে ঐকতানের সৃষ্টি করে তবে তাকে সমতান বলে। যেমন – সমবেত সংগীত পরিবেশনের ক্ষেত্রে।