বিদ্যুৎ শক্তি কি?
বিদ্যুৎ শক্তি কি?
ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে (সকল প্রকার শক্তির মধ্যে সবচেয়ে ব্যবহারযোগ্য) যে শক্তি আমরা পাই তাই হলো বিদ্যুৎ শক্তি।
বিদ্যুৎ শক্তি কি?
ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে (সকল প্রকার শক্তির মধ্যে সবচেয়ে ব্যবহারযোগ্য) যে শক্তি আমরা পাই তাই হলো বিদ্যুৎ শক্তি।
দৃষ্টিসীমা বলতে কি বুঝায়? দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।
ভরের আপেক্ষিকতা কী? আমরা জানি, নিউটনীয় বলবিদ্যায় ভর একটি ধ্রুব রাশি। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতে দৈর্ঘ্য ও সময়ের মতো বস্তুর ভরও গতিশীলতার ওপর নির্ভরশীল। আপেক্ষিক তত্ত্বানুসারে বস্তুর ভর বেগের সাথে বৃদ্ধি পায়। এ ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলে।
সেলসিয়াস স্কেল কাকে বলে? যে স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে সেলসিয়াস স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (1°C) বলা হয়।
বাঁকের মুখে রাস্তা কিংবা রেললাইন ঢালু করে রাখা হয় কেন? সাধারণত বাঁকের মুখে রাস্তা কিংবা রেল লাইন ঢালু করে রাখা হয়। কারণ, বাঁকা পথে রেলগাড়ি চলার সময় এর উপর ক্রিয়াশীল বস্তুর অভিমুখী জড়তা রেলগাড়িকে ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলতে পারে। এ জড়তাকে প্রতিহত করার জন্য রেলগাড়িকে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে হয়। এজন্য রেলগাড়ির কাত হওয়া…
দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয় কেন? দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয়। কারণ এর ফলে প্রতিযোগী কর্তৃক লব্ধ গতি জড়তার মান বেশি হয় এবং প্রতিযোগী অনেক দূর পর্যন্ত লাফ দিয়ে যেতে পারে।
ভূ-স্থির উপগ্রহ কাকে বলে? যদি একটি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘণ্টা হয়। পৃথিবীর আবর্তন কাল ও উপগ্রহটির আবর্তনকাল সমান হওযায় পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে একে সব সময় স্থির বলে মনে হবে। পৃথিবীর যে স্থানের খাড়া উপর থেকে একে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়, এটি পৃথিবীর ঐ স্থানের উপরই সব…