তড়িচ্চালক শক্তি কি?
তড়িচ্চালক শক্তি কি?
একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ করা হয় বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।
তড়িৎচ্চালক শক্তির একক হলো JC-1
তড়িচ্চালক শক্তি কি?
একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ করা হয় বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।
তড়িৎচ্চালক শক্তির একক হলো JC-1
জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? পদার্থবিজ্ঞানের যে শাখায় মহাবিশ্ব সৃষ্টির বিভিন্ন তত্ত্ব এবং মহাকাশের নক্ষত্র, গ্রহ-উপগ্রহ, গ্রহানুপুঞ্জ-এ সকল জ্যোতিষ্কপুঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জ্যোতির্বিজ্ঞান বলে।
ঘর্ষণ সাধারণত কয় প্রকার? ঘর্ষণ সাধারণত চার প্রকার। ঘর্ষণের প্রকারভেদ (Types of Friction) স্থিতি ঘর্ষণ (Static friction) পিছলানো ঘর্ষণ (Sliding friction) আবর্ত ঘর্ষণ (Rolling friction) ও প্রবাহী ঘর্ষণ (Fluid friction)। ঘর্ষণের একক কি? ঘর্ষণকে একটি বাধাবল হিসেবে বিবেচনা করা হয়। তাই এর একক নিউটন।
স্বাবেশ কাকে বলে? কোনো বর্তনীর নিজ প্রবাহের দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মাত্রা পরিবর্তনের ফলে বর্তনীতে একটি তড়িচ্চালক বল আবিষ্ট হয়। এ ঘটনাকে স্বাবেশ বলা হয়।
বিকৃতি কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি (Strain) বলে। আমরা জানি, কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, আকার বা আকৃতি, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটে। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তু একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। বিকৃতির প্রকারভেদ…
বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? কোনো সংখ্যাকে 10 এর যে কোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
আলোর ব্যতিচার কি? দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্য ও সমান (বা প্রায় সমান) বিস্তারের আলোক তরঙ্গদ্বয় কোনো বিন্দুর মধ্য দিয়ে গেলে উপরিপাতন ঘটে। উপরিপাতনের ফলে সৃষ্ট আলোর তীব্রতার তারতম্যকে ব্যতিচার বলে।