Similar Posts
পুকুরের ঢেউ অগ্রগামী তরঙ্গ
পুকুরের ঢেউ অগ্রগামী তরঙ্গ পুকুরে ঢিল ছোড়ার ফলে ঢিলটি যখন পানিকে স্পর্শ করে তখন ঐ স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। এই কণাগুলো তাদের পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে তরঙ্গের সৃষ্টি করে এবং কণাগুলোর কম্পনের অভিমুখের সাথে সমকোণে সামনের দিকে অগ্রসর হয়। ফলে এটি চলমান বা অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গের উদাহরণ…
সুপ্ততাপ কাকে বলে?
সুপ্ততাপ কাকে বলে? যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
আয়তন কাকে বলে? | আয়তনের মাত্রা | আয়তনের একক
আয়তন কাকে বলে? কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে, বস্তুর আয়তন , V = a × b × h আয়তনের মাত্রা আয়তনের মাত্রা হলো L3 আয়তনের একক আয়তনের একক হলো m3
মাত্রা কাকে বলে?
মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন ত্বরণের মাত্রা হলো LT-2। মাত্রা বা ডাইমেনশন বলতে কোনো স্থান বা বস্তুর প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট করতে সর্বনিম্ন যতগুলো স্থানাংকের প্রয়োজন হয়, তাকে বোঝায়। যেমন – একটি সরলরেখার প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে একটি মাত্র স্থানাংকই যথেষ্ট কাজেই একটি সরলরেখা একমাত্রিক। অপরদিকে, একটি তলের উপর কোনো…
পদার্থ কি বা পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কি কি?
পদার্থ কি? আমাদের চারপাশে নানারকম জিনিস রয়েছে (যেমন- চেয়ার, টেবিল, মাটি, পানি, বায়ু, লোহা ইত্যাদি)। এ সবকিছুই পদার্থের তৈরি। যা জায়গা দখল করে, যার ওজন আছে, আকার ও আকৃতি আছে এবং বলপ্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। পদার্থের প্রকারভেদ / শ্রেণীবিভাগ অবস্থাভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ- কঠিন (Solid Matter) তরল (Liquid…
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কারণ টায়ারের তলা মসৃণ হলে ঘর্ষণ বল অনেক কমে যাবে ফলে একই বল প্রয়োগে বেশি ত্বরণ হলেও সাইকেলের চাকা স্লিপ করতে পারে। ফলে সাইকেল আরোহীর দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।