Similar Posts
দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয় কেন?
দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয় কেন? দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয়। কারণ এর ফলে প্রতিযোগী কর্তৃক লব্ধ গতি জড়তার মান বেশি হয় এবং প্রতিযোগী অনেক দূর পর্যন্ত লাফ দিয়ে যেতে পারে।
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কারণ টায়ারের তলা মসৃণ হলে ঘর্ষণ বল অনেক কমে যাবে ফলে একই বল প্রয়োগে বেশি ত্বরণ হলেও সাইকেলের চাকা স্লিপ করতে পারে। ফলে সাইকেল আরোহীর দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রান্তিক বেগ কী?
প্রান্তিক বেগ কী? কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে তবে ঐ বেগই হবে প্রান্তিক বেগ বা অন্ত্যবেগ।
ফ্যারাড কাকে বলে?
ফ্যারাড কাকে বলে? কোনো ধারকে 1 C চার্জ প্রদান করায় এর বিভব 0 V হতে 1 V এ উন্নীত হলে এর ধারকত্বকে এক ফ্যারাড বলে।
দেয়ালে পেরক ঢুকালে আটকে থাকে কেন?
দেয়ালে পেরক ঢুকালে আটকে থাকে কেন? দেয়ালে পেরেক ঢুকালে ঘর্ষণ বলের কারণে পেরেক আটকে থাকে। আমরা যখন দেয়ালে পেরেক ঢুকাই তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করে। প্রযুক্ত বলের বিপরীতে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ বল কাজ করে। এই স্থিতি ঘর্ষণ বলের কারণে দেয়ালে পেরেক ঢুকালে আটকে থাকে।
জড়তার ভ্রামক কাকে বলে?
জড়তার ভ্রামক কাকে বলে? কোন ঘূর্ণনরত দৃঢ় বস্তু যে অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত, ঘূর্ণন অক্ষ থেকে তাদের প্রত্যেকটির দূরত্বের বর্গ ও ভরের গুণফলের সমষ্টিকে ঐ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলে। ব্যাখ্যাঃ ধরা যাক, একটি বস্তু উলম্ব অক্ষ PQ এর সাপেক্ষে ঘূর্ণনরত। কণাটির ভর = m ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব = r সংজ্ঞা…