Similar Posts
চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন?
চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন? চলন্ত ফ্যানের পাখা বন্ধ করার পরও কিছু সময় ফ্যানের পাখাগুলো ঘুরতে থাকে। এর কারণ হলো গতি জড়তা, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার নাম জড়তা। সুইচ বন্ধ করার আগে ফ্যানটির পাখাগুলো চলন্ত অবস্থায় ছিল। তাই বন্ধ করার পরও গতি জড়তার…
আপেক্ষিক প্রবেশ্যতা কাকে বলে?
আপেক্ষিক প্রবেশ্যতা কাকে বলে? কোনো মাধ্যমের পরম প্রবেশ্যতা ও শূন্য মাধ্যমের পরম প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক প্রবেশ্যতা বলে।
কোনো গ্যাসে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন?
কোনো গ্যাসে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন? গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন উভয়ই পরিবর্তিত হয়। তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন হয়। সেজন্য গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ গুরুত্বপূর্ণ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ…
সরল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে?
সরল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? একাধিক লেন্স সমবায়ে গঠিত যে আলোকীয় যন্ত্রের সাহায্যে নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে খুঁটিনাটি পর্যবেক্ষণ করা সম্ভব হয় তাকে সরল অণুবীক্ষণ যন্ত্র বলে।
স্ক্যানিং কাকে বলে?
স্ক্যানিং কাকে বলে? মোজাইক পর্দার উপর ইলেকট্রনগান থেকে নির্গত রশ্মি বা ইলেকট্রন বীমের অগ্রপশ্চাৎ ও উপরে নিচে আসা যাওয়াকে স্ক্যানিং বলে।
অসম ত্বরণ কি?
অসম ত্বরণ কি? যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণেল মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলা হয়।